Tuesday, August 4, 2015



আমারদেশ টা কোথায় গিয়ে দাড়াছে জানি না ।  ইদানিং আমারা মানুষ মারার কৌশল শিক্ষতে শুরু করেছি মনে হচ্ছে । খুলনায় ১২ বছরের এক কিশোরকে পায়ুপথে হাওয়া দিয়ে হত্যা করেছে । সোমবার রাত ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডে । জানা গেছে  ছেলে টি একটি গাড়ীর গ্যারেজে কাজ করত । ছেলেটির নাম রকিব,ছেলেটির অপরাধ ছিল যে সে তার পুরাতন গ্যারেজ ছেরে অন্য একটি গ্যারেজে কাজ নেয় । সোমবার সকাল ১০ টার দিকে রকিব পুরাতন গ্যারেজের সামনে দিয়ে নতুন গ্যারেজ কাজ করতে যাচ্ছিল , এ সময় পুরাতন গ্যারেজের মালিক তাকে ডাক দিয়ে গ্যারেজের ভিতর নিয়ে যায় এবং ভিতরে নিয়ে তার মলদ্ধারে মোটর টায়ারের পাম্প দেওয়া মেশিনের পাইপ দিয়ে পেটে বাতাস টুকিয়ে দেয়ে এতে রকিবের পেট ফুলে যায় ।অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এই অবস্থায় রকিব রাত ২ টায় না ফেরার পথে চলে যায় । । ।  হায়রে আমার সোনার বাঙ্গলা এই সব কি হচ্ছে। এলাকা বাসির দাবি অপরাধীদের যেন সর্বচ্চ শাস্তি হয় । এই ঘটানায় গ্যারেজ মালিক সহ ৩ জন কে আটক করা হয়েছে ।



খবরঃ আমার দেশ