আপনাদের মনে আছে কি না বলতে পারলাম না কিন্তু আমার মনে আছে গত বছর ৪ আগস্ট ভয়াবহ লঞ্চটি ডুবির গটনা ঘটেছিল । পিনাক ৬ লঞ্চটি মাওনা ঘাটের কাছে এসে পদ্মা নদীতে ডুবে যায় এই ঘটনায় ৪৯ টি লাশ উদ্ধার করা হয় আর অনেকই এখনো নিখুঝ । আজ সেই ঘাটটি সেখানে নেই,পদ্মা সেতুর নির্মান কাজ চলছে এ কারনে ঘাট টি সরিয়ে শিমুলিয়ায় নেয়া হয়েছে । পিনাক-৬ ডুবে যাওয়ার সময় এক রিকশা চালক নিজের চোখে দেখেন কি ভাবে লঞ্চটি ডুবে যায় তিনি বলেন লঞ্চটি , আইয়া পরছাল এটুর নিগা আইবার পারল না আমাওগ চোখের সামনে ডুইবা পরল , সে আমাদের আর বলল আচ্ছা স্যার এই এহন এরা এত বড্ড একটা সেতু বানাবার পারল হেরা কি পারতনা লঞ্চটা বাইর করবার । আমাদের কাছে এর কোন উত্তর ছিলন তাই আমরা সেখান থেকে চলে আসতে হয়।
যেখানে পিনাক ৬ লঞ্চ ডুবি সেখানেই পদ্মা সেতু ।
আপনাদের মনে আছে কি না বলতে পারলাম না কিন্তু আমার মনে আছে গত বছর ৪ আগস্ট ভয়াবহ লঞ্চটি ডুবির গটনা ঘটেছিল । পিনাক ৬ লঞ্চটি মাওনা ঘাটের কাছে এসে পদ্মা নদীতে ডুবে যায় এই ঘটনায় ৪৯ টি লাশ উদ্ধার করা হয় আর অনেকই এখনো নিখুঝ । আজ সেই ঘাটটি সেখানে নেই,পদ্মা সেতুর নির্মান কাজ চলছে এ কারনে ঘাট টি সরিয়ে শিমুলিয়ায় নেয়া হয়েছে । পিনাক-৬ ডুবে যাওয়ার সময় এক রিকশা চালক নিজের চোখে দেখেন কি ভাবে লঞ্চটি ডুবে যায় তিনি বলেন লঞ্চটি , আইয়া পরছাল এটুর নিগা আইবার পারল না আমাওগ চোখের সামনে ডুইবা পরল , সে আমাদের আর বলল আচ্ছা স্যার এই এহন এরা এত বড্ড একটা সেতু বানাবার পারল হেরা কি পারতনা লঞ্চটা বাইর করবার । আমাদের কাছে এর কোন উত্তর ছিলন তাই আমরা সেখান থেকে চলে আসতে হয়।