Saturday, August 1, 2015




এই ঘটনা টি ঘটেছে বরগুনা থানার লেমুয়া গ্রামে । প্রথেমে মা তার দুই সন্তান কে বিষ খাওয়ে হত্যা করে তার পর মা নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করেনিহতরা হলেন সৌদি প্রবাসী রোমান পঞ্চায়েতের স্ত্রী ও সন্তান। এলাকা বাসি জানান রোমান গত রমাজানে বাসায় আসে ।সে দেশে এসে পরকীয়া শুরু করে । রোমানের পরকীয়া প্রেমের সম্পকের কথা তার স্ত্রী যেনে যায় সেই পরকীয়া প্রেমের সম্পকের জের দরেই তার এই আত্মহত্যার পথ বেছে নেয় । পুলিশ জানান রোমানকে নজরদারিতে রাখা হয়েছে প্রয়োজন হলেই তাকে আটক করা হবে ।