Friday, July 31, 2015




অবশেষে কমিয়ে নেয়া হল বিপদ সংকেত , এখন চট্রগ্রাম ও কক্সবাজার বন্দর কে ৭ নম্বর বিপদ সংকের থেকে ৩ নম্বর বিপদ সংকেতে নামিয়ে আনা হয়েছে । এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দর কে ৫ নং থেক ৩ নং বিপদ সংকেতে নামিয়ে আনা হয়েছে । আজ কালে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে স্থল নিন্মচাপটি বর্তমানে নোয়াখালি স্থল্ভাগে অবস্থান করছে । সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সকল প্রকার জাহাজ গুলোকে নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে ।