ঢাকার গোড়ানের একটি ফ্ল্যাটের পাঁচ তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন নিলয় । নিলয় দুই বছর আগে কোর্ট ম্যারেজ করে পরিবারের অমতে বিয়ে করেন আশা কে । নিলয়ের স্ত্রীর নাম আশা, তিনি সাংবাদিকদের জানান ২৫ বছরের এক যুবক বাসায় আসে এবং তিনি বলেন বাসার মালিকের সাথে নাকি তার কথা হয়েছে তিনি বাসা দেখতে এসেছেন । আশা আররো বলেন, যুবকটি বাসা দেখছিল আর মোবাইল টিপছিল।কাউকে হয়ত sms করতে ছিল বাসা দেখা শেষ হয়ে যাওয়ার পরর যুবক ছেলেটি বাসা থেকে যাচ্ছিলনা তা দেখে আশা তার স্মামী (নিলয়) কে ডাক দেন নিলয় আসার সাথে সাথে আর তিন জন যুবক বাসায় ঢুকে পরে এবং নিলয়ে কে চাপাটি দিয়ে কুপাতে থাকে। জানা গেছে নিলয় খুন হওয়ার পর থেকে তার ব্যবহারিত্য ল্যাপটপে টি পাওয়া যাচ্ছে না ।
খবরঃbdnews24.com