লামা থানার হাসপাতাল পাড়ায় শনিবার রাতে পাহাড় ধসে , মাটি চাপায় ৭ জন নিহতের ঘটনা ঘটে । এই পরযন্ত ৪ জনের লাশ উদার করা হয়েছে এরা হলেন , সাজ্জাদ,ফুতু,আমেনা এবং রোজিনা । ফায়ার সার্ভিস ও আসেপাশের লোক জন উদ্দার কাজ করে , কিন্তু ভারি যন্তপাতি না থাকায় উদ্দার কাজ ঠিক মত করা যাচ্ছেনা এমনটাই জানিয়েছেন উদ্দার কারিরা। এর পর উদ্দার কাজে
সেনাবাহিনী যোগ দিয়ে উদ্দার কাজ শেষ করেন ।