Saturday, August 1, 2015



ফেসবুক যেন আমারদের একজন পথ চলার সঙ্গী হয়ে গেছে।তাকে ছাড়া যেন আমার চলেতেই পারি না । আমার ফেসবুকও আমাদের দিয়ে যাচ্ছে সকল সুযোগ সুবিদা। তাই ফেসবুক ইন্টানেট বিহীন  যে দেশ বা স্থান আছে সে সব জায়গায় ড্রোন বিমানের মাধ্যমে ইন্টানেট সুবিধা দেওয়ার লক্ষে এই ড্রোন বিমানের তৌরি করেন । এটি এখন পরিক্ষার জন্য পস্তুত । এ এফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।ফেসবুকের দাবি এই বিমাটি একটি ছোট গড়ি থেকে হালকা আর এটি সৌরশক্তির  সাহায়্যে একটানা তিন মাস ৬০ হাজার  থেকে ৯০ হাজার ফুট পযন্ত আকশে উড়তে পারবে।