গ্রেপ্তার করা ৪ জনের মধ্যে মিনহাজুল আরিফিন বাবার দাবি তারা ছেলে কে নাকি বলির পাঠা করা হয়েছে । মিনাহাজুল আরিফিন পরিবার নিয়ে মধ্য বাড্ডা থাকেন।মিনহাজুল পুরোনো আসবাবের ব্যবসা করেন। ১২ অক্টোবর এলাকার রাস্তা থেকে ডিবি পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর ডিবি কার্যালয়ে খোঁজ নিতে গেলে বলা হয়, মিনহাজুল নামের কাউকে আটক করা হয়নি। তাঁর নিখোঁজের বিষয়ে ১৬ অক্টোবর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।সিরাজুল ইসলাম বলেন, তাঁর তিন ছেলে-চার মেয়ের মধ্যে মিনহাজুল সবার ছোট। বছর পাঁচেক আগে মিনহাজুলকে বিয়ে করানো হয়। এর তিন মাস পর মিনহাজুলের স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি পাবনার মানসিক হাসপাতালে আছেন। স্ত্রীর অসুস্থতার পর মিনহাজুল মাদকসক্ত হয়ে পড়েন। তাঁকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করে তোলা হয়েছে। দেড় বছর আগে পাঁচটি ইয়াবা রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গিয়েছিলেন। এরপর জামিনে মুক্তি পেয়েছিলেন। তিনি বলেন, মিনহাজুল মাদক ব্যবসায় জড়িত নন। মানুষ খুন করা তো দূরের কথা, মুরগি জবাই করার মতো সাহসও তাঁর নেই। গতকাল টিভি দেখে ছেলে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছেন। তিনি বলির পাঁঠা হয়েছেন।
খবর...প্রথম আলো ...