মহাসড়কে দূর্ঘটনা কমাতে ২৭ জুলাই মহাসড়কে সকল ৩ চাকার যানবাহন চলা চল নিষধ করে সড়ক ও পরিবহন মন্ত্রাণলয়। এই নিয়ে ভিবিন্ন জেলায় থ্রি হুইলার আটোরিকাশা এবং সকল শ্রেণীর CNG চালকরা অবরোধ ও বিক্ষোভ পালন করে ,কোন কোন জাগায় সংঘর্ষ , ভাঙ্গচুর ও গুলির ঘটনা ঘটে , এই ঘটনায় ৫ জন আহত হন।রাস্তায় ছোট বাহন চলাচল না করায় সাধারন মানুষ পরে চরম ভুকান্তিতে ।আবার বেল.১১ টায় দাউদকান্দি থানার পুলিশ অবরোধকারিদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেস্টা করে এ সময় পুলিশ আর অবরোধকারিদের মধ্যে সংঘর্ষ বেদে যায় পুলিশ সহ ৫ জন আহত হয়।
খবরঃপ্রথম আলো।