আমাদের বাঙ্গালাদেশ যে সব কিছুতি এগেয়ে যাচ্ছে তার প্রমান দিলেন মোশারফ করিম।
তিনি এবার জয় করে নিয়ে আনলেন পর্তুগালের আভাস্কার পুরস্কার ।
পর্তুগাল ১৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হিসেবে এই পুরস্কার টি পান তিনি। আবু শাহেদ ইমন পরিচালিত "জালালের গল্প" ছবির জন্য পুরস্কার টি এল বাংলার ঘরে ।