Sunday, July 26, 2015

রাজন হত্যার বিচার চাই 


আমার দেশট আজ কোথয় চলে যাছে তা বুঝতে পারছি না । দেশে আজ হয়ত সবার কাছে টাকা আছে কিন্তু আমাদের মনে যে শান্তি নেই সেটা ভালবাবে বুঝতে পারছি। খুন ,রাহাজানি ,মারামারি আর দর্ষন বেরেই যাচ্ছে ।দেখার যেন কেউ নেই , এই বাংলাদেশ কি আমার চাচ্ছি না কখনই না । পেটে ভাত না থাক আমার শান্তি চাই , এই যে রাজন ছেলেটা মাত্র ১৩ বছরের একটি ছেলে এর কি অপরাদ ছিল আমি জানি না যোদি থেকেও থাকে তাই কি তাকে এই ভাবে মারতে হবে ? প্রতিদিনি কিছু না কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। কথায় গিয়ে দাড়াছে আজ এই আমার সোনার বাঙ্গলা । 
সরকারে কাছে আমাদের একটাই দাবি ,রাজনের হত্যাকারিরা যেন কোন ভাবেই ছাড়া না পায় ।  
Next
Newer Post
Previous
This is the last post.